কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে চলাচলরত ১৭১ জন রোহিঙ্গা (FDMN) সদস্যকে আটক করে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (০৭ অক্টোবর ) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দমদমিয়া চেকপোস্ট এবং নাইট্যংপাড়া এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী ২০টি সিএনজি, ১৭টি মাহিন্দ্র ও ২৫টি অটোরিকশা তল্লাশি করে মোট ১৭১ জন রোহিঙ্গাকে (পুরুষ ৮৮, নারী ৫০ ও শিশু ৩৩) আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্পের এসব রোহিঙ্গা সদস্য নির্ধারিত সীমারেখা অতিক্রম করে টেকনাফ সদরসহ আশপাশের এলাকায় অবাধে চলাফেরা করছিল। অনেকেই যানবাহন চালক, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, জেলে ও কাঁচামালের ব্যবসার আড়ালে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।
অভিযান চলাকালে বিজিবি সদস্যরা প্রতিটি যানবাহন তল্লাশি, রোহিঙ্গাদের পরিচয় যাচাই এবং মুচলেকা গ্রহণ শেষে তাদের নিজ নিজ ক্যাম্পের প্রতিনিধির কাছে হস্তান্তর করে।
বিজিবির এই তৎপরতায় এলাকায় সামাজিক ও নিরাপত্তা ঝুঁকি অনেকটা কমবে বলে আশা করছেন স্থানীয়রা।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.