কক্সবাজারের টেকনাফ উপকূলে সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী বঙ্গোপসাগর থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ অন্তত ৩০ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ। তিনি জানান, জিম্মি হওয়া ট্রলারগুলোর মধ্যে তিনটি টেকনাফ পৌর এলাকার এবং দুটি শাহপরীরদ্বীপের বাসিন্দাদের মালিকানাধীন।
চোখের সামনে ঘটনাটি প্রত্যক্ষ করেছেন অন্যান্য জেলেরা। তাদের বরাতে সাজেদ আহমেদ বলেন, ঘটনার সময় অন্তত ২০–৩০টি ট্রলার সাগরে মাছ ধরছিল। হঠাৎ দুটি স্পিডবোটে করে এসে আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা কয়েকটি ট্রলারকে অস্ত্রের মুখে থামিয়ে দেয়। পরে পাঁচটি ট্রলারসহ অন্তত ৩০ জন জেলেকে ধরে নিয়ে যায় তারা।
তিনি আরও জানান, খবর পাওয়ার পর বিজিবি, কোস্ট গার্ড ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। তবে জিম্মি হওয়া জেলেদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.