কক্সবাজারের রামুর গর্জনিয়া এলাকায় সীমান্ত চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কুখ্যাত ডাকাত শাহীন বাহিনীর অন্যতম সহযোগী নুরুল আবছারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৯ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে রামুর পশ্চিম বোমাংখিল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গর্জনিয়া এলাকা থেকে তাকে আটক করে।
অভিযানের সময় তার কাছ থেকে ৪টি দেশীয় একনালা বন্দুক, ১টি দেশীয় দুইনালা বন্দুক, ৮ রাউন্ড গুলিভর্তি কার্তুজ, ৬টি খালি খোসা উদ্ধার করা হয়।
ফরিদুল আলম পুত্র আটক নুরুল আবছারের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলার রেকর্ড রয়েছে।
২১ জুলাই জামছড়ি বিওপির অভিযানে উদ্ধার হওয়া ৯,৬৬০ পিস বার্মিজ ইয়াবা সংক্রান্ত মামলায় তিনি ছিলেন পলাতক আসামি। বিজিবি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৪ মার্চ গর্জনিয়ার থিমছড়ি এলাকায় ঘটে যাওয়া তালেব হত্যাকাণ্ডে ডাকাত শাহীন বাহিনীর হয়ে সরাসরি অংশ নেন নুরুল আবছার।
এছাড়াও, তিনি শুধু মাদক ও গরু চোরাচালানে নয়, মিয়ানমার থেকে আনা গরুর খামারের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করতেন। পাশাপাশি, শাহীন বাহিনীর বিভিন্ন সন্ত্রাসী পরিকল্পনা বাস্তবায়নে ছিলেন সক্রিয়।
বর্তমানে তাকে অস্ত্র ও গোলাবারুদসহ রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিজিবির এ অভিযান সীমান্ত এলাকায় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.