ডিজিটাল যুগে এসেও উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু রয়েছে পুরনো এনালগ মেশিনে। দীর্ঘদিন যাবত ডিজিটাল এক্স-রে মেশিনটি বিকল হয়ে পড়ে থাকায় রোগীদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আধুনিক ডিজিটাল এক্স-রে মেশিনটি কয়েক মাস আগে নষ্ট হয়ে যায়। এরপর থেকে বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে এনালগ এক্স-রে মেশিনটি। যা দিয়ে মানসম্পন্ন এক্স-রে সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এর ফলে রোগ নির্ণয়ে সঠিক প্রতিবেদন পাওয়া নিয়ে চিকিৎসকদেরও পড়তে হচ্ছে জটিলতায়। এছাড়া বিভিন্ন পদের বিপরীতে পর্যাপ্ত জনবল না থাকায় সেবা কার্যক্রম ঘটছে ব্যাঘাত।
স্থানীয় রোগীরা বলছেন, উপজেলা পর্যায়ের এই স্বাস্থ্যসেবাকেন্দ্রে আধুনিক যন্ত্রপাতির অভাবে অনেক সময়ই তাদের বেসরকারি ক্লিনিকে যেতে বাধ্য হতে হয়। এতে যেমন সময় নষ্ট হয়, তেমনি বাড়তি অর্থ ব্যয়ের চাপও সহ্য করতে হয়। স্বাস্থ্যখাতে ডিজিটাল প্রযুক্তির ব্যাপক প্রসারের এই সময়েও এনালগ যন্ত্রে এক্স-রে করতে হওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন অনেক চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসরিন জেবিন বলেন,"ডিজিটাল এক্স-রে মেশিনটি নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি আমরা ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। যত দ্রুত সম্ভব মেশিনটি মেরামত বা পরিবর্তনের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।"
এদিকে, দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন চালু করা না হলে রোগ নির্ণয় ও চিকিৎসা সেবার মান আরও হ্রাস পেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.