ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজের বিমান দুর্ঘনায় নিহতের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে কক্সবাজার প্রেসক্লাব।
শনিবার (২৬ জুলাই) বিকেলে প্রেস ক্লাবের সভাপতি মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষয়ক্ষতি প্রদানের জন্য দাবি দেওয়া হয়।
দোয়া মাহফিলে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম আমিনুল হক চৌধুরী, সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, এনটিভির জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য এডভোকেট মোহাম্মদ আবু সিদ্দিকী ওসমানী, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি এম আর খোকনসহ সাংবাদিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক, এম আর মাহবুবের সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন কক্সবাজার বদর মোকাম জামে মসজিদের খতিব আব্দুল খালেক নিজামী।
বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য দোয়ার পাশাপাশি কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.