ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত জামায়াতের প্রতি কেন এত নতজানু? ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সামনে এমন প্রশ্ন তোলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় জামায়াত দ্বারা নিয়ন্ত্রিত বলে উল্লেখ করেন ছাত্রদলের এই নেতা।
রাকিব বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত জামায়াতের প্রতি কেন এত নতজানু, সবিনয়ে আমরা জানতে চাই স্যার।’
ছাত্রদল সভাপতি বলেন, ‘বাংলাদেশের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ছাত্রদল আমাদের প্রতিবাদ অব্যাহত রাখব।
আমরা আনুষ্ঠানিকভাবে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা উচ্চপদে রয়েছেন, তারা পুরোপুরি জামায়াত দ্বারা নিয়ন্ত্রিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পুরোপুরি জামায়াত দ্বারা নিয়ন্ত্রিত, আজকে আমরা আমাদের বক্তব্য দিয়ে গেলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয়রা জামায়াত দ্বারা নিয়ন্ত্রিত ও জামায়াতের সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে।’
আরো পড়ুন
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও নির্বাচনসংশ্লিষ্টদের শিবিরের পক্ষপাতদুষ্ট উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ান স্বতন্ত্র প্রার্থী তাহমিনা আক্তার।
তিনি বলেন, ‘আগে থেকে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে তাদের প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য প্রহসনের ভোটগ্রহণ হয়েছে।’
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.