বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজাপালং ইউনিয়ন উত্তর শাখা ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জাহান চৌধুরী।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজাপালং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব ও রজাপালং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাদমান জামী চৌধুরী।
বক্তারা বলেন, দেশের সংকটময় পরিস্থিতিতে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার রক্ষায় সোচ্চার হতে হবে। তারা বলেন, সময় এসেছে তরুণদের এগিয়ে আসার কারণ তারুণ্যের শক্তিই পারে একটি পরিবর্তনের সূচনা ঘটাতে।
সমাবেশটি ছিল প্রাণবন্ত, উৎসাহ-উদ্দীপনাময় এবং সুসংগঠিত। নেতাকর্মীদের উপস্থিতি এবং অংশগ্রহণে এটি রূপ নেয় এক অনন্য তারুণ্যের জাগরণে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.