যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ বলেছেন, ‘আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে। দেশনায়ক তারেক রহমান হবেন দেশের প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।’
রবিবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
কয়ছর বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে দেশে লুটপাট করেছে। গণতন্ত্র হরণ করে গুম, খুনের রাজত্ব কায়েম করেছে। গত ১৭ বছর ধরে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করেছে। আমাদের হাজার হাজার নেতা শহীদ হয়েছেন, অনেকেই গুম হয়েছেন, মামলা-হামলা ও জেল খেটেছেন। ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তবে তার দোসররা এখনো দেশে অস্থিরতা সৃষ্টি করছে। তাদের থেকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ আমলে যারা সুবিধাভোগী ছিলেন, তারা বিএনপির সদস্য হতে পারবেন না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমান কামালী এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মো. রাহিন তালুকদার। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা দায়রা জজ আদালতের পিপি মল্লিক মঈন উদ্দীন সুহেল। বিশেষ অতিথি ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.