কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে ০১ জন মায়ানমার নাগরিক ও আরাকান আর্মির সহযোগী এবং তার সহযোগী ০১ জন বাংলাদেশী উপজাতি নাগরিককে আটক করা হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩৪ থেকে প্রায় ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে তুমব্রু পশ্চিমকুল এলাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো— মায়ানমার নাগরিক ও আরাকান আর্মির সহযোগী ওলাই চাকমা (২৪), পিতা-উচলা চাকমা, গ্রাম-মেদাইক, থানা-মংডু, জেলা-মংডু এবং বাংলাদেশী নাগরিক (উপজাতি) নয়ন চাকমা (৩০), পিতা-জ্ঞ্যানরঞ্জন চাকমা, গ্রাম ও পোস্ট-বেদবেদি, থানা-রাঙ্গামাটি সদর, জেলা-রাঙ্গামাটি।
বিজিবি জানায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ শেষে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করে পুলিশের নিকট সোপর্দের প্রক্রিয়া চলছে।
এছাড়া সীমান্তবর্তী এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে বিজিবি অপরাধ দমন, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানসহ অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কার্যক্রম অব্যাহত রাখবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.