বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়ন ৩৪ ব্যাটালিয়নের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার করেছে আভিযানিক দল।
বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে তুমব্রু সীমান্তে অভিযান পরিচালনা করা হয়। একইদিন দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে এক বিজ্ঞপ্তিতে ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল এস এম খায়রুল আলম জানান," গোপন সংবাদের ভিত্তিতে তুমব্রু মধ্যপাড়া এলাকায় টহল জোরদার করে রাত দেড়টার দিকে ৩০হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মধ্যপাড়া এলাকার বক্তার আহমদের ছেলে আরমান অপি(১৯) ও ক্যাম্প-৭ এর সি ব্লকের আবুল বাসারের ছেলে জিয়াউল হক(৩৬)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।"
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.