কক্সবাজারের রামু থানার সামনেই ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম খায়রুল বশর (২১)। তিনি উখিয়ার কুতুপালং ডি-৪ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
তার পিতা মৃত বদি আলম ও মাতা সখিনা বেগম।
রামু থানা পুলিশ জানায়, সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৯৭৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খায়রুল মাদক বহনের বিষয়টি স্বীকার করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.