বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর বলেছেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে এক যুগসন্ধিক্ষণের নির্বাচন। সকল বৈষম্য দূর করে ইনসাফসমৃদ্ধ দেশ গঠন এবং শ্রমিক-মজুর ও খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য দাঁড়িপাল্লা প্রতীক সবচেয়ে এগিয়ে আছে। তাই আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় ত্বরান্বিত করতে শ্রমিক প্রতিনিধিদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে হাসপাতাল রোডস্থ কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কক্সবাজার জেলা উদ্যোগে আয়োজিত উপজেলা প্রতিনিধি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ফেডারেশনের জেলা সহ-সভাপতি সাইদুল আলম, পর্যটন অঞ্চল সভাপতি মুহাম্মদ শাহজাহান, সহ-সভাপতি কবির হোসেন, ঈদগাঁও উপজেলা সভাপতি তৈয়ব উদ্দিন, উখিয়া উপজেলা সভাপতি রিদুয়ানুল হক জিসান, সাধারণ সম্পাদক মুহাম্মদ আমান উল্লাহ, চকরিয়া উপজেলা সভাপতি শরিফুল আমিন, টেকনাফ উপজেলা সভাপতি জয়নত উল্লাহ, কুতুবদিয়া উপজেলা সভাপতি মাওলানা আবদুর রহমান, চকরিয়া পৌরসভা সভাপতি আরিফুল ইসলাম, মাতামুহুরি উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুস সালাম, পেকুয়া উপজেলা সাধারণ সম্পাদক হাসান শরিফ চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউসুফ প্রমুখ।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.