আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, এ বছর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে। পূজা যেহেতু একটি ধর্মীয় পবিত্র অনুষ্ঠান, তাই সবারই সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন রুট দিয়ে আমাদের দেশে মাদক প্রবেশ করছে। এর বিপরীতে চাল, সার ও ওষুধ পাচার হয়ে যাচ্ছে। শুধু কক্সবাজার ও চট্টগ্রাম রুটেই নয়, বরিশাল ও বরগুনার সমুদ্রসংলগ্ন নৌরুট দিয়েও এ ধরনের পণ্য যাচ্ছে।
আরাকান আর্মি মাদককে ভিত্তি করে টিকে আছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হচ্ছে। এর ফলে বাজারে মাদকের দাম বেড়ে গেছে।
কৃষকদের সংকটের প্রসঙ্গ তুলে উপদেষ্টা বলেন, সারা দেশে কৃষকরা আলুর ন্যায্য দাম পাচ্ছেন না। কৃষকরা যদি এ অবস্থায় আগামী মৌসুমে আলু চাষ বন্ধ করে দেন, তবে ভবিষ্যতে আলুর দাম বেড়ে যাবে।
প্রতিমা ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, এবার প্রতিমা ভাঙার ঘটনা আগের তুলনায় অনেক কম। যেসব এলাকায় প্রতিমা ভাঙচুর হয়েছে, সেগুলো সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে পূজা উপলক্ষে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.