নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর লেম্বুছড়ি বিওপির টহল দলের অভিযানে বিপুল পরিমাণ বহির্মুখী মালামাল জব্দ করা হয়েছে।
বুধবার (০৯ জুলাই ২০২৫) সকাল আনুমানিক ৯টার দিকে লেম্বুছড়ি বিওপির টহল কমান্ডার জেসিও-১০৫৩৭ নায়েব সুবেদার মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত টহল দল সীমান্ত পিলার ৫০/২ এস হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এবং বিওপি হতে আনুমানিক ১.৫ কিলোমিটার দক্ষিণে কাটা পাহাড় নামক স্থান থেকে এসব মালামাল জব্দ করে।
জব্দকৃত মালামালের মধ্যে ছিল, ৩০০ কেজি ইউরিয়া সার, ৮০ প্যাকেট ফ্রেশ টিস্যু ও ৬টি শীতল পাটি। মালামালগুলোর বাজারমূল্য প্রায় ১৬,৩০০ টাকা বলে জানা গেছে।
জব্দ করা মালামালগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি কর্তৃপক্ষ জানান, সীমান্ত এলাকা দিয়ে যে কোনো ধরনের চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.