বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিমপাড়ায় এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার নেতৃত্বে বান্দরবান ও কক্সবাজার জেলা কার্যালয়ের সম্মিলিত টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতার হওয়া নারী ফাতেমা খাতুন (৩৮)। তার বসতঘরের শয়নকক্ষে রাখা স্টিলের ওয়ারড্রব ও খাটের নিচ থেকে মোট ১ লাখ ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৪৩ হাজার ৫০০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার মধ্যে ১ লাখ ইয়াবা টিস্যু ও স্কচটেপে মোড়ানো অবস্থায় প্লাস্টিকের ব্যাগ থেকে এবং আরও ২০০ ইয়াবা খাটের তোশকের নিচ থেকে পাওয়া যায় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.