বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর ভালুখাইয়া বিওপি অধীনস্থ একটি টহল দল আজ সকাল আনুমানিক ০৭০০ ঘটিকায় সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মালিকবিহীন মালামাল উদ্ধার করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, টহল দলটি সীমান্তের বিপি ৪৮/২ এস পিলার থেকে আনুমানিক ২০০ গজ উত্তর-পশ্চিম কোণে, এবং শুন্য রেখা হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, সাম্যশিয়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৫৯০ পিস শার্ট, ৭৮ পিস স্কুল ব্যাগ, ৯০ প্যাকেট মটর ভাজা, ৭২ বোতল পুদিনা সিরাপ।
উদ্ধারকৃত এসব মালামালের মোট সিজার মূল্য প্রায় ১,৯৩,৪৬০/- (এক লক্ষ তিরানব্বই হাজার চারশ ষাট) টাকা।
এ ব্যাপারে ১১ বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মালামাল বর্তমানে বাহিনীর হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.