বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থানীয়দের জন্য চিকিৎসা সেবা, শিক্ষাসামগ্রী বিতরণ এবং সচেতনতামূলক সভার আয়োজন করেছে ১১ বিজিবি।
বুধবার সকালে ১১ বিজিবির দোছড়ি বিওপি কর্তৃক আয়োজিত এ মানবিক কার্যক্রমে শতাধিক মানুষ উপকৃত হন। শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, খাতা ও কলম বিতরণ করা হয়। পাশাপাশি ২০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয় এবং প্রায় ৩৫০ জন শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কায়েস বলেন, “বিজিবির সদস্যরা সীমান্ত রক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করছে। বিশেষ করে রোহিঙ্গা অনুপ্রবেশ, চোরাচালান রোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কঠোর অবস্থানে আছি।”
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে স্থানীয়রা আহত হচ্ছেন। এসব মাইন বসিয়েছে মিয়ানমারের সশস্ত্র একটি বাহিনী। তিনি সীমান্তবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বাংলাদেশি নাগরিকদের সীমান্ত অতিক্রম না করার নির্দেশ দেন।
এ সময় উপ-অধিনায়ক মেজর আশিক ইকবালসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মানবিক কার্যক্রমের প্রশংসা করেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.