নাটকীয় এক জয়ে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে গেল রিয়াল মাদ্রিদ। সেমিতে রিয়ালের প্রতিপক্ষ ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজি।
নাটকীয় বললেও যেন কম বলা হয়! গতকাল রাতে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের প্রথম মিনিটেও রিয়াল মাদ্রিদ এগিয়ে ছিল ২-০ গোলে। যোগ করা সময়ের বাকি মিনিটগুলোকে তখনো মনে হচ্ছিল নিছক আনুষ্ঠানিকতা। কিন্তু পরবর্তী ছয় মিনিটে যা ঘটল তা রীতিমতো অবিশ্বাস্য!
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অর্থাৎ ৯২ মিনিটে এক গোল শোধ করে বরুসিয়া ডর্টমুন্ড। এরপর ৯৪ মিনিটে আবারও গোল করে ব্যবধান ৩-১ করে রিয়াল। ৯৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দেয়ান হুইসেন। আর ৯৮ মিনিটে পেনাল্টিতে গোল ব্যবধান ৩-২ করে ডর্টমুন্ড।
শেষ পর্যন্ত ডর্টমুন্ডকে হারিয়ে রিয়াল ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করলেও এই ৬ মিনিটে যা ঘটল, তা ফুটবলপ্রেমীদের আরও অনেক দিন মনে থাকবে। কোয়ার্টার ফাইনালে পাওয়া দুর্দান্ত এই জয়ের পর সেমিফাইনালে পিএসজিকে পেল রিয়াল। আগামী বুধবার রাত একটায় মুখোমুখি হবে এ দুই দল।
নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটা যতটা জটিলভাবে শেষ হয়েছে, শুরুটা ছিল ততটাই সরল। রিয়ালের আধিপত্যেই শুরু হয়েছিল খেলা। ১০ মিনিটে দুর্দান্ত ছন্দে থাকা এবং ক্লাব বিশ্বকাপের অন্যতম আবিষ্কার গনসালো গার্সিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল। এটি প্রতিযোগিতায় গার্সিয়ার চতুর্থ গোল। এরপর ২০ মিনিটে ব্যবধান ২-০ করেন ফ্রান গার্সিয়া।
দুই গোলে লিড নেওয়ার পর রিয়ালের জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। ডর্টমুন্ড অবশ্য চেষ্টা করছিল ঘুরে দাঁড়ানোর। কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছিল না। তবে কে জানত, সব রোমাঞ্চ যোগ করা সময়ের জন্য জমা হচ্ছিল। যোগ করা সময়ে রিয়ালের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে ডর্টমুন্ডের হয়ে গোল দুটি করেন ম্যাক্সিমিলিয়ান বিয়েইর ও সেরহু গিরাসি। এদিন গোল করার পর উদ্যাপনে সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুল ও পর্তুগিজ তারকা দিয়োগো জোতাকে স্মরণ করেছেন এমবাপ্পে।
ম্যাচ শেষ রিয়াল কোচ জাবি আলোনসো বলেছেন, ‘সবকিছুই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু শেষ ১০ মিনিটে একটু ওলটপালট হয়ে গিয়েছিল। আমরা কিছুটা এলোমেলো হয়ে গিয়েছিলাম এবং আমাদের ধারও একটু কমে গিয়েছিল। তবু সব মিলিয়ে ৮০ মিনিট আমরা ভালোই খেলেছি।
আর শেষ ১০ মিনিটের খেলায় আমাদের উন্নতি করতে হবে।’
সেমিফাইনালের প্রতিপক্ষ পিএসজিকে নিয়ে আলোনসো বলেছেন, ‘পিএসজির মুখোমুখি হওয়াটা আমাদের জন্য দারুণ চ্যালেঞ্জিং হবে। আমরা আজকের ম্যাচ থেকে ইতিবাচক বিষয়গুলো নিয়ে পরের ম্যাচে মাঠে নামতে চাই।’
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.