ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের একদিন পর মসিউল আলম রজু মিয়া (৮৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ১৭ মাইল এলাকার কানাপুকুরিয়া খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। রজু মিয়া ত্রিবেনী ইউনিয়নের পদমদী গ্রামের মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে কানাপুকুরিয়া খালে একজনের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত রজু মিয়ার ছেলে বলেন, গত বৃহস্পতিবার সন্ধা থেকে আমার বাবা বাড়ী থেকে হারিয়ে যায়। সারা রাত ও সারাদিন খোজার পরেও তাকে না পেয়ে গেল রাতে শৈলকূপা থানায় একটি নিখোঁজ ডাইরী করি। আজ সকালে আমার কাছে খবর আসে বাবার মরদেহ ১৭ মাইল এলাকার কানাপুকুরিয়া খাল থেকে উদ্ধার করা হয়ে৷ মনে হচ্ছে আমার বাবা পানিতে ডুবেই মারা গেছে।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, বৃদ্ধ রজু মিয়া গত বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়। ঘটনাস্থল তার বাড়ি থেকে ১ কিলোমিটার দুরে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।