চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলমান সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেছেন, ছাত্রলীগ আমাদের শিক্ষার্থীদের দা দিয়ে কোপাচ্ছে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের সময় ইটের আঘাতে আহত হন তিনি। রক্তাক্ত অবস্থায় শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন।
অধ্যাপক কামাল উদ্দিন বলেন, আমি নিজ চোখে দেখেছি, নিষিদ্ধ ছাত্রলীগের ছেলেরা শিক্ষার্থীদের তাড়া করছে, দা দিয়ে কোপাচ্ছে। তাদের হাতে রক্ত ঝরছে। বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতি সহ্য করার মতো না। এ সময় তিনি কাঁদতে থাকেন।
উপ-উপাচার্য কামাল উদ্দিন অভিযোগ করে জানান, সকাল থেকে শিক্ষার্থীদেরকে ছাত্রলীগের, যুবলীগের অস্ত্রধারী ক্যাডাররা গ্রামবাসীর সাথে মিলে হামলা করছে। কোনো পুলিশ নেই, সেনাবাহিনী, বিজিবি নেই। আমি নিজে আহত হয়েছি। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে সরকারের ঊর্ধ্বতন মহলে যোগাযোগ করেছি। এরপরও কোনো পুলিশ ও সেনাবাহিনী নেই। আমরা কোনো মুল্লুকে আছি। সবাইকে দা দিয়ে কোপাচ্ছে। হাসপাতালে জায়গা হচ্ছে না। আমাদের মেরে ফেলছে। আমি অনুরোধ জানাচ্ছি গ্রামবাসী শান্ত হোন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, সংঘর্ষের সময় শুধু স্থানীয় বাসিন্দারা নয়, ছাত্রলীগের একটি অংশও তাদের ওপর হামলা চালিয়েছে। ইটপাটকেলের পাশাপাশি দেশীয় অস্ত্রও ব্যবহার করা হয়। এতে অনেক শিক্ষার্থী রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
দর্শন বিভাগের শিক্ষার্থী সাঈদ বলেন, আমাদের বন্ধুদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। এভাবে আমরা টিকে থাকতে পারব না।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.