চট্টগ্রামের পটিয়ায় বজ্রপাতে মোহাম্মদ জানে আলম (৩৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কোটারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জানে আলম ওই এলাকার মৃত মুহাম্মদ আবু সৈয়দের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে বাড়ির কাছে বেড়া তৈরির কাজ করছিলেন জানে আলম। এ সময় হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে মাটিতে লুটিয়ে পড়েন জানে আলম। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.