কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা এলাকায় পুলিশের তল্লাশিতে একটি যাত্রীবাহী বাস থেকে পায়ুপথে লুকিয়ে পাচার করা ১,৯০০ পিস ইয়াবাসহ মোঃ আজাদ (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আজ বুধবার (৭ আগস্ট) সকালে ডুলাহাজারা ইউনিয়নের রিংভিং ছিড়া পাহাড় এলাকায় হাইওয়ে পুলিশের বসানো চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।
আটক মোঃ আজাদ নোয়াখালী জেলার মৃত নুরুল আমিনের পুত্র এবং চকরিয়া উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, সন্দেহভাজন হিসেবে চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশির সময় আজাদকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে যে, পায়ুপথে সে ইয়াবা বহন করছে। পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে বিশেষ পদ্ধতিতে পায়ুপথ থেকে ইয়াবাগুলো বের করে আনা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিকুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। আজাদ নামে এক আরোহীর কাছ থেকে পায়ুপথে লুকিয়ে রাখা ১,৯০০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
পুলিশ সূত্রে আরও জানা গেছে, আটক আজাদের বিরুদ্ধে আগেও মাদক সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.