কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন বিএনপি’র ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শাহ আলমগীর আওয়ামী সন্ত্রাসীদের হাতে নির্মম ও পরিকল্পিত হামলার শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পালংখালী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
হামলার প্রতিবাদে রোববার (১৩ জুলাই) বিকেলে পালংখালীর বালুখালী পানবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, “শাহ আলমগীরের ওপর হামলা রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ। দেশের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ করতেই বিএনপি নেতাকর্মীদের উপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে।”
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “ঘটনার সুষ্ঠু বিচার না হলে যুবদল নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।” বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.