কক্সবাজারের চকরিয়ায় পুলিশের মাদকবিরোধী পৃথক ২টি অভিযানে ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও অটোরিকশাসহ ২০লিটার চোলাই মদ নিয়ে ২ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (৮ আগস্ট) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভুলাহাজারা ইউনিয়নের রিংভং ও হারবাং ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের কাট্টলী ব্রীজ এলাকায় স্থাপিত পুলিশের পৃথক ২টি বিশেষ তল্লাশি চৌকিতে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
২৪শত পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে রিংভং এলাকা থেকে গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- মো. আফসার উদ্দিন(৪২)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ওয়াহেদপাড়ার মৃত আব্দুল বারীর ছেলে। অপরদিকে হারবাং ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড কাট্টলী ব্রীজ এলাকা থেকে অটোরিকশাসহ ২০ লিটার চোলাই মদ নিয়ে গ্রেপ্তার ব্যক্তি হলেন- মো. মামুন হোসেন (২১)। সে হারবাং ২নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকার মো. আলমগীরের ছেলে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মহাসড়কে স্থাপিত পুলিশের অস্থায়ী তল্লাশি চৌকিতে তৃতীয় দিনের অভিযানে এই সাফল্য আসে।
শুক্রবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রিংভং এলাকায় সন্দেহভাজন ১টি মোটরসাইকেলকে থামিয়ে আরোহী আফসার উদ্দিনের ব্যাগ তল্লাশি করে ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ সময় পাচারকারীকে গ্রেপ্তার করার পাশাপাশি তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। অন্যদিকে, একইভাবে হারবাংয়ে তল্লাশি চৌকি বসিয়ে অটোরিকশাসহ ২০লিটার চোলাই মদ নিয়ে মো. মামুন হোসেন নামের আরো ১ যুবককে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আফসার উদ্দিন ও মো. মামুন হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চকরিয়া থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার পরবর্তী তারা ২জনকে আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.