কক্সবাজারের পেকুয়ায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের পেছনে থাকা এক কিশোর চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মো. পিয়ার হাসান (২২)। সে পেকুয়া উপজেলার মগনামা ইউপির শরৎ ঘোনার বাসিন্দা। তার পিতার নাম শাহ আলম। এ ঘটনায় নজরুল ইসলাম নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
তিনি মগনামা ১নং ওয়ার্ডের ইউপি সদস্য। তারা দু’জন সম্পর্কে দাদা-নাতি।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় ইউপি সদস্য নজরুল ইসলাম এবং তার নাতি পিয়ার হাসান মোটরসাইকেলযোগে পেকুয়া থেকে জরুরি কাজে বাঁশখালী যাচ্ছিলেন। যাওয়ার পথে টৈটং ইউনিয়ন পরিষদ পর্যন্ত পৌঁছালে চট্টগ্রাম থেকে আসা দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় পিয়ার হাসান। গুরুতর আহত হন ইউপি সদস্য নজরুল ইসলামও। তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। একজন নিহত হওয়ার খবর পেয়েছি। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.