
কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে নুরী ও হাছান নামে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত দুই শিশু সহোদর উপজেলার টৈটং ইউনিয়নের বনকানন গ্রামের মোহাম্মদ আমিনের সন্তান।
রবিবার (২নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নিহতদের খালার বাড়ি একই ইউপির কইড়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে দুই শিশু পানিতে পড়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
টৈটং ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রুকুন উদ্দিন জানান, যতটুকু জানতে পেরেছি টৈটং বনকানন থেকে কইড়ার পাড়া খালু জাকের হোসেনের বাড়িতে মাসহ নুরী ও হাসান বেড়াতে আসেন। পরিবারের সবার অগোচরে বাড়ির পুকুরে পড়ে ভাই-বোন মারা যায়। এমন মর্মান্তিক ঘটনায় শোকাহত হয়ে পড়েছে পুরো এলাকাবাসী।
পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, এমন ঘটনা খুবই মর্মান্তিক। শিশুদের ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে। মর্মান্তিক দুর্ঘটনা এড়ানোর জন্য সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.