ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা দায়িত্ব পালনের ক্ষেত্রে নতুন মাইলফলক ছুঁয়েছেন। ২০২৫ সালের ২৫ জুলাই তিনি প্রধানমন্ত্রীর পদে ৪ হাজার ৭৮ দিন পূর্ণ করেছেন, যা ইন্দিরা গান্ধীর ৪ হাজার ৭৭ দিনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
এর ফলে তিনি ভারতের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক সময় ধরে একটানা প্রধানমন্ত্রীত্ব পালনকারী নেতা হিসেবে স্থান পেয়েছেন।
এক্ষেত্রে প্রথম স্থানে রয়েছেন জওহরলাল নেহরু, যিনি ১৯৪৭ সালের স্বাধীনতার পর থেকে ১৯৬৪ সাল পর্যন্ত একটানা প্রধানমন্ত্রী ছিলেন।
তাছাড়া মোদী ভারতের স্বাধীনতার পরে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে থাকা অ-কংগ্রেস প্রধানমন্ত্রী, অ-হিন্দিভাষী রাজ্য থেকে নির্বাচিত দীর্ঘতম মেয়াদে থাকা প্রধানমন্ত্রী ও দুইবার টানা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচিত হওয়া একমাত্র অ-কংগ্রেস নেতা।
পাশাপাশি একটি দলের নেতৃত্বে টানা তিনটি লোকসভা নির্বাচনে জয়লাভকারী নেহরুর পর দ্বিতীয় প্রধানমন্ত্রী।
গুজরাটের ভাদনগরে জন্ম নেওয়া মোদী শৈশবে তার বাবার সঙ্গে রেলস্টেশনে চা বিক্রি করতেন। পরে তিনি আরএসএস ও বিজেপির রাজনীতির মাধ্যমে জাতীয় মঞ্চে উঠে আসেন। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘ এক যুগ দায়িত্ব পালনের পর ২০১৪ সালে তিনি ভারতের প্রধানমন্ত্রী হন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.