✍ সুহাইমা আফরিন আরিবা
সম্প্রতি অনেক স্মার্টফোন ব্যবহারকারী হঠাৎ করেই ফোনের ডায়ালপ্যাড পরিবর্তন দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অবাক হয়ে পোস্ট করেছেন। কেউ বিভ্রান্ত, কেউ আবার জরুরি সময়ে কল করতে গিয়ে সমস্যায় পড়েছেন। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন—এটি কোনো হ্যাক বা সিস্টেম সমস্যা নয়। বরং গুগলের একটি অফিশিয়াল আপডেট। এর নাম Material You Expressive বা Material 3 Expressive, যা ফোন অ্যাপকে আরো আধুনিক, প্রাণবন্ত ও ব্যবহারবান্ধব করতে তৈরি করা হয়েছে।
গুগল দীর্ঘদিন ধরে পরীক্ষামূলকভাবে এই পরিবর্তন চালাচ্ছিল। অবশেষে ফোন অ্যাপের ভার্সন ১৮৬ থেকে ১৮৮-এর মধ্যে ধাপে ধাপে বিশ্বব্যাপী চালু করেছে। ফলে একেক ব্যবহারকারীর ফোনে পরিবর্তন একসঙ্গে দেখা যাচ্ছে না। নতুন ডিজাইনে বড় পরিবর্তন এসেছে। যেমন : আগে প্রিয় নম্বর ও সাম্প্রতিক কল ছিল আলাদা ট্যাবে। এখন এগুলো একত্র হয়ে ‘হোম’ ট্যাবে যুক্ত হয়েছে, ওপরে ক্যারোসেল আকারে প্রিয় নম্বর। আর নিচে কার্ডভিত্তিক কল তালিকা দেওয়া হয়েছে। ডায়ালপ্যাডও বদলে গিয়ে এখন আরো আধুনিক গোলাকার কিপ্যাড যুক্ত হয়েছে। একইভাবে, কন্টাক্টস এখন আলাদা ট্যাব নয়, বরং সার্চ ফিল্ডের ভেতর থেকে ড্রয়ার মেন্যুতে পাওয়া যাচ্ছে। যেখানে কল হিস্টরি, সেটিংস ও হেল্প অপশনও একত্রে রাখা হয়েছে।
ইনকামিং কল স্ক্রিনেও এসেছে নতুনত্ব। এখন কল রিসিভ বা কেটে দেওয়ার দুটি পদ্ধতি আছে সোয়াইপ বা এক ট্যাপে। এতে ভুলবশত কল কেটে যাওয়ার ঝুঁকি অনেকটা কমেছে। কল চলাকালে স্ক্রিনও সহজবোধ্য করা হয়েছে। বাটনগুলো বড় করা হয়েছে। কল কাটার লাল বাটন আরো স্পষ্ট হয়েছে।
এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করা। অনেক সময় পকেট থেকে ফোন বের করার সময় ভুলে কল রিসিভ হয়ে যেত। নতুন সোয়াইপ পদ্ধতিতে এ সমস্যা কমবে। একই সঙ্গে ফোনের থিম, ওয়ালপেপার ও সেটিংস অনুযায়ী রঙ, ফন্ট ও শেড বদলে যাবে। ফলে ফোন এখন প্রতিটি ব্যবহারকারীর জন্য ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠবে। যদিও অনেকেই নতুন ডিজাইনকে স্বাগত জানিয়েছেন। কিছু ব্যবহারকারী অভিযোগও তুলেছেন। বিশেষ করে যারা দুই সিম ব্যবহার করেন, তারা কখনো কখনো বিভ্রান্ত হচ্ছেন কোন সিম থেকে কল হচ্ছে তা বুঝতে। আবার কন্টাক্টস ট্যাব ড্রয়ারে চলে যাওয়ায় নেভিগেশন অনেকের কাছে অস্বস্তিকর মনে হচ্ছে। এছাড়া গুগল ডিফল্টভাবে ডার্ক থিম চালু করায় অনেকে হালকা থিম ফেরত চাচ্ছেন।
বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ পরিবর্তনে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ফোন রিস্টার্ট দিয়ে দেখা, ক্যাশে ও ডেটা ক্লিয়ার করা বা আপডেট আনইনস্টল করে আগের ইন্টারফেসে ফেরা সম্ভব। তবে থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার না করে অফিশিয়াল আপডেট ব্যবহার করাই নিরাপদ। নিয়মিত সিস্টেম আপডেট চেক করলে নিরাপত্তা আরো নিশ্চিত হবে।
সবশেষে বলা যায়, গুগলের এই Material 3 Expressive ডিজাইন আসলে ভবিষ্যতের প্রস্তুতি। শুধু ফোন অ্যাপ নয়। একই ডিজাইন ইতোমধ্যেই দেখা যাচ্ছে Google Contacts ও Google Messages-এ। পুরো গুগল ইকোসিস্টেম এক অভিন্ন ও আধুনিক রূপ পাচ্ছে। প্রথমে এটি অপরিচিত মনে হলেও ধীরে ধীরে এই পরিবর্তন ব্যবহারকারীদের কল করা ও যোগাযোগের অভিজ্ঞতাকে আরো সহজ, আধুনিক এবং আনন্দদায়ক করে তুলবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.