কক্সবাজারের উখিয়ায় বন্য হাতির আক্রমণে গুরুতর আহত হয়েছেন নুরুল আলম এক শ্রমিক।
গত ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।
নুরুল আলম রাজাপালং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হরিণ মারা এলাকার আমিন পাড়া গ্রামের ফয়েজুর রহমানের পুত্র। সে উখিয়ার কোর্টবাজার কাঁচা মাছ ব্যবসায়ীদের সহযোগী হিসেবে কাজ করে।
ঘটনা সূত্রে জানা যায়, প্রতিদিনের মত কাজ শেষে বাড়ি ফিরে উঠানে পা ধোয়ার সময় হঠাৎ একটি হাতি তাকে আক্রমণ করে। হাতিটি সজোরে আঘাত করে নুরুল আলমকে উঠান থেকে টেনে বাড়ির দরজার সামনে ফেলে দেয়। এসময় তার স্ত্রী শাহিনা বেগম শব্দ শুনে দরজা খুলে স্বামীকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান এবং দ্রুত টেনে ঘরে ঢুকিয়ে নিয়ে দরজা বন্ধ করে স্বামীকে নিরাপদে সরিয়ে নেন। পরবর্তীতে অচেতন অবস্থায় নুরুল আলমকে স্থানীয়রা কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে এক্স-রে করার জন্য কোর্টবাজার অরিজিন হাসপাতালে পাঠান। পরে আবারও এমএসএফ হাসপাতালে চিকিৎসা শেষে ২৭ সেপ্টেম্বর সকালে তিনি বাড়ি ফেরেন।
স্থানীয়রা বলছেন নুরুল আলম দৈনিক অল্প টাকা বেতনে মাছ ব্যবসায়ীদের সহযোগী হিসেবে কাজ করে কোনো রকম চালান তার ল সংসার । সে দিনে এনে দিনে খায়। সে সম্প্রতি হাতির আঘাতে মারাত্মকভাবে আহত হয়। তার চিকিৎসার জন্য সামনে সামনে অনেক টাকা প্রয়োজন হবে। টাকার অভাবে সঠিক চিকিৎসা না পেলে তাকে পঙ্গুত্ব বরণ করতে হতে পারে।
কোর্টবাজারের মাছ ব্যবসায়ী হেলাল উদ্দিন বলেন, নুরুল আলম আমাদের ব্যবসার সহযোগী হিসেবে কাজ করতেন। সে কয়েকদিন আগে বাড়ি যাওয়ার সময় বাড়ির উঠানে হাতির আক্রমণের স্বীকার হয়। এরপর থেকে সে আর কাজ করতে পারছেনা। যার কারণে তার পরিবার চালতে ও চিকিৎসা খরচ চালাতে কষ্ট হচ্ছে।
আহত নুরুল আলম স্থানীয় জনগণ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা কামনা করেছেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.