টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ বড় ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাহারছড়া দক্ষিণ শাখার উদ্যোগে এক ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৩১ জুলাই) বেলা ৩টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে সম্মেলনটি চলে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিট পর্যন্ত।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাহারছড়া দক্ষিণ শাখার সভাপতি মাওলানা হোছাইন আহমদ। এতে প্রধান অতিথি ছিলেন হাফেজ মাওলানা মুফতি নুরুল বশর আজিজী, সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাওলানা শাকের আহমদ অজীম (আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, কক্সবাজার জেলা শাখা), ইয়াসিন আরাফাত (সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখা), এবং মাওলানা আহমদ হোছাইন (সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, টেকনাফ উপজেলা দক্ষিণ শাখা)।
সম্মেলনে বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ওলামায়ে কেরাম ও তৃণমূল নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বক্তারা তাদের বক্তব্যে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পিআর (Proportional Representation) পদ্ধতির দাবি জানান। পাশাপাশি, অপহরণ, গুম, খুন, মাদক ও মানব পাচার প্রতিরোধে কার্যকর সরকারি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তারা আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে ইসলামী রাজনীতির চেতনা জাগ্রত করে সংগঠনের কাঠামো আরও মজবুত করতে হবে।
সম্মেলন শেষে মিলাদ ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.