কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের এলজিইডি সড়ক দীর্ঘদিন ধরে পিচ সলিং না হওয়ায় প্রায় অবিভাবকহীন অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাহারছড়া বড় ডেইল বড় মাদ্রাসা থেকে পিনিস ভাঙ্গা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক দুই বছর আগে ইটের কংকর দিয়ে প্রস্তুত করা হলেও এখনো পর্যন্ত পাকা বা পিচ সলিং করা হয়নি। এ কারণে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা প্রতিনিয়ত দুর্ভোগ বাড়াচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো উন্নয়ন না হওয়ায় বর্তমানে সেখানে যানবাহন চলাচলও খুবই সীমিত। এর ফলে সাধারণ মানুষের চলাচলে সীমাহীন ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
তারা আরও বলেন, শুধু ওই অংশই নয়, বাহারছড়া এলজিইডির যেসব অংশে ইতোমধ্যে পিচ সলিং সম্পন্ন হয়েছে, সেগুলোতেও ভাঙনের সৃষ্টি হয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কিন্তু এসব গর্ত মেরামতের জন্য কোনো উদ্যোগ চোখে পড়ছে না। গর্তগুলো সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলেও স্থানীয়দের আশঙ্কা।
এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান জানান, “কিছু গুরুত্বপূর্ণ মেটেরিয়ালের ঘাটতির কারণে আমরা সড়কের ওই অংশে কাজ শুরু করতে পারিনি। তবে এখন সব প্রস্তুতি সম্পন্ন, আবহাওয়ার অনুকূলে থাকলে আমরা অতি শীঘ্রই কাজ শুরু করব।”
তিনি আরও জানান, “যেসব অংশে ইতোমধ্যে পিচ সলিং করা হয়েছে এবং সেখানে গর্তের সৃষ্টি হয়েছে, সেগুলোও দ্রুত মেরামত করার উদ্যোগ নেওয়া হবে।”
স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে বাহারছড়ার মানুষ আবারও নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.