বাহির থেকে দেখে বুঝার উপায় নেই ভিতরে একটি আচার কারখানা! বাহিরের দেওয়ালে লেখা রয়েছে ফোর স্টার ডেইরী ফার্ম! পেকুয়া সদর ইউনিয়নের সাবেক গুলদি গ্রামে ভেজাল আচার কারখানাটি অবস্থিত।
প্রাপ্ত তথ্যে জানা গেছে,পেকুয়া সদর ইউনিয়নের সাবেক গুলদি গ্রামের বেলাল উদ্দিন নামের এক ব্যক্তি মিরাজ আচার ফ্যাক্টরীর নামকরণ করে গত ৫/৬ মাস ধরে ভেজাল আচার উৎপাদন করে পেকুয়াসহ জেলার বিভিন্ন হাটেবাজারে বাজারজাত করে আসছে! বিএসটিআই, পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই ডেইরীর ফার্মের সাইনবোর্ডের আড়ালে ভেজাল আচার উৎপাদন করে আসছে। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে নিরব রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, উক্ত কারখানায় খাওয়ার অযোগ্য পঁচা বরই, মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল, গুড়, চিনি, কাপড়ের রংসহ বিভিন্ন ক্ষতিকর উপকরণ দিয়ে আচার তৈরি করা হয়ে থাকে। তাও তৈরি করা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। বিভিন্ন কেমিক্যাল ও রং দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব আচার খাওয়ার পর তাৎক্ষণিক ডায়েরিয়াসহ নানা ধরনের রোগ হতে পারে। এছাড়া ধীরে ধীরে ক্যান্সারের মতো রোগও মানবদেহে সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে রয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.