বিএনপি এখন বেহেশত ও দোজখের মাঝামাঝি আছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। শনিবার একটি বেসরকারি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
গোলাম মাওলা রনি বলেন, ‘কিয়ামতের দিন সবচেয়ে বেশি বিপদে তারাই পড়বেন, যারা বেহেশত ও দোজখের মাঝামাঝি থাকবেন। যারা দোজখে যাবেন তারা অবশ্যই কান্নাকাটি করবেন।
আর যারা বেহেশতে যাবেন তারা তো খুশি থাকবেন। বিএনপি এই মুহূর্তে বেহেশত ও দোজখের মাঝামাঝি আছে। কাজেই ১/১১ এর আতঙ্ক সব সময় বিএনপিকে তাড়া করছে ‘
তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। ৩৫ শতাংশ সমর্থন দলটির।
১৫ বছর একচেটিয়া ক্ষমতা ভোগ করেছে। কিন্তু রাষ্ট্র ক্ষমতা যাওয়ার পর তারা ৩০ মিনিটও দাঁড়াতে পারেনি। সব পালিয়ে গেছে। এখন পলাতকদের দলের দায়িত্ব নিয়ে পার্টি অফিসে বসতে বলবে, কেউই রাজি হবেন না।’
তিনি আরো বলেন, ‘রাজনীতিতে ভয় ও সাহস ভাইরাসের মতো। যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন অনেকেই হুমড়ি-তুমড়ি করেন। আর ক্ষমতায় না থাকলে পুলিশের বাঁশিতেই তারা দৌড় দেন।’
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.