ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে ৩,৮৭৫ পিস বার্মিজ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বুধবার(৩০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ইনানী থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।
জানা যায়, রেজুখাল চেকপোস্টের বিজিবির একটি নিয়মিত তল্লাশি দল ডগ স্কোয়াডের সহায়তায় অটোরিকশাটিতে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করে। ব্যবহৃত অটোরিকশা ও একটি বাটনফোনও জব্দ করা হয়েছে।
আটককৃত ব্যক্তির টেকনাফ উপজেলার ৬ নং ওয়ার্ডের আবুল মঞ্জুরের পুত্র দেলোয়ার হোসেন (২১)।
আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।
বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান চলমান থাকবে যাতে জনমনে স্বস্তি ও নিরাপত্তা বজায় থাকে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.