"শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি"- এ প্রতিপাদ্যকে সামনে রেখে উখিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
রবিবার(৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রতিষ্ঠান প্রধানগণ র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। তিনি বলেন,“শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ব ও আদর্শের পথ। শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টাই শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।” সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন,“শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমাজের ঐক্য ও পেশাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মান, প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।”আলোচনা সভার মাধ্যমে শিক্ষক সমাজের প্রতি সম্মান জ্ঞাপন এবং শিক্ষা খাতের সমন্বিত উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.