লালমনিরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী প্রায় চার শতাধিক শিক্ষার্থী শনিবার (২৭ সেপ্টেম্বর) বিএনপি ছাত্রদলে যোগদান করেছেন। অনুষ্ঠানটি জেলা পরিষদ মিলনায়তনের (পুরাতন ভবন) হলে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। নতুন সদস্যদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তিনি তাদের বরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার মূল চালিকাশক্তি। বৈষম্যহীন, সুশিক্ষিত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। তোমাদের যোগদান প্রমাণ করে, তরুণ প্রজন্ম দেশের গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক আন্দোলনে সক্রিয় হতে প্রস্তুত। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার ও স্বপ্ন পূরণের সংগ্রামে পাশে থাকবে।”
তিনি আরও বলেন, “দেশের গণতন্ত্র আজ সংকটে রয়েছে। শিক্ষার্থীদের ওপর অন্যায় ও দমন-পীড়ন চালিয়ে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। তবে ইতিহাস সাক্ষী, ছাত্রসমাজ কখনও অন্যায়ের কাছে মাথা নত করেনি।”
দুলু ছাত্রদলকে কেবল একটি রাজনৈতিক সংগঠন হিসেবে নয়, বরং তরুণ মেধাবী ও আদর্শবানদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন। তিনি যোগ করেন, “সুশিক্ষিত ও দেশপ্রেমিক তরুণ প্রজন্ম ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়। ছাত্রদলের পতাকা তোমাদের হাতে শক্তি ও সাহসের প্রতীক হয়ে থাকবে।”
নতুন যোগদানকারী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সালওয়া হাবিব ধ্রুব, আজমাইল সাদিক রুপক, মাইনুল ইসলাম, সায়েম আদনান, মাহিয়ান দ্বীন ও কামরুজ্জামান সুমন। তারা জানান, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্রদলের সঙ্গে যুক্ত হয়ে তারা আরও অনুপ্রাণিত ও সাহসী বোধ করছেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ছাদেকুল ইসলাম পাভেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খাঁনসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.