মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই হত্যাসহ বেশ কয়েকটি মামলার আসামি আশরাফুজ্জামান হিসামকে ভারতে পালিয়ে যাওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে আটক করেছে সদর থানা পুলিশ।
সোমবার সকালে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটক আশরাফুজ্জামান হিসাম মাগুরা জেলার পৌর এলাকার জামরুলতলার ঢাকা রোডের মৃত আসাদুজ্জামানের ছেলে। তিনি মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
তার বিরুদ্ধে ২০২৪ সালে মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বোমা বিস্ফোরণ, হত্যাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করার অভিযোগ আছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় চাকরি দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করেন বলেও অভিযোগ রয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) হোসেন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ জানতে পারে মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিসাম সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাবে। সদর থানা পুলিশের একটি দল চুয়াডাঙ্গা রেলস্টেশনে অবস্থান নেয়। তিনি ঢাকা থেকে ট্রেনযোগে চুয়াডাঙ্গায় আসেন। ট্রেন থেকে নামার পর পুলিশ তাকে আটক করে সদর থানায় নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে চুয়াডাঙ্গায় আসেন।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরকসহ অন্য আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.