গণঅধিকার পরিষদের আহবায়ক ভিপি নুরের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে উখিয়া উপজেলার নেতৃবৃন্দরা।
শুক্রবার(২৯ আগস্ট) রাত ১১টার দিকে কোর্টবাজার স্টেশনের চৌরাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ভিপি নুরের উপর হামলার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা।
দলটির উখিয়া উপজেলার আহবায়ক হামিদুল হক বলেন," আমাদের দলের প্রধান ভিপি নুরের উপর অতর্কিত হামলায় যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্লকেড কর্মসূচি পালন করছি। যতক্ষণ না পর্যন্ত এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে না আসা হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলমান থাকবে।" এসময় গণঅধিকার পরিষদ উখিয়া উপজেলার যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, মোহাম্মদ আবছার, ছাত্র অধিকার পরিষদের ফারাবী সহ অনেকে উপস্থিত ছিলেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.