আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষের মৃত্যু ও ব্যাপক ধ্বংসযজ্ঞের পর ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ কে খন্দকার ঘাঁটি থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমানে ত্রাণসামগ্রী পাঠানো হয়। রাতের মধ্যেই দেশটিতে পৌঁছাবে বাংলাদেশের এই মানবিক সহায়তা। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, খাবার পানি এবং ওষুধ।
বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ২০০ জনের বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩ হাজার মানুষ। ধ্বংস হয়ে গেছে প্রায় ৮ হাজার ঘরবাড়ি।
ভূমিকম্পের ফলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে দুর্যোগাক্রান্ত স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে ত্রাণসামগ্রী মানবিক সহায়তা হিসেবে জরুরি ভিত্তিতে আফগানিস্তানে প্রেরণ করছে।
ত্রাণ প্রেরণ কার্যক্রম সমন্বয় করছে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ। এ ছাড়া বেসরকারি খাত থেকেও সহযোগিতা এসেছে—বিজিএমইএ, এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এবং প্রাণ-আরএফএল এই কার্যক্রমে যুক্ত হয়েছে।
বাংলাদেশ এর আগেও আফগানিস্তানের দুর্যোগে সহায়তার হাত বাড়িয়েছে। ২০২২ সালের ভয়াবহ ভূমিকম্পের পর দেশটিতে ত্রাণ পাঠানো হয়েছিল। এবারও সেই মানবিক ধারাবাহিকতায় নতুন করে সহায়তা পাঠানো হচ্ছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.