ভোট গণনা কক্ষে প্রবেশের অভিযোগ উঠেছে ছাত্রশিবির নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েমের বিরুদ্ধে। মঙ্গলবার ভোট গণনার প্রক্রিয়া শুরুর সময় তার ভোট গণনা কক্ষে অবস্থানের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে এ বিষয়ে প্রশ্নের মুখে পড়লে সাদিক কায়েম গণমাধ্যমকে বলেন, আমি সেখানে গিয়েছিলাম সেটা ৫টার দিকে। তবে আমি বেশিক্ষণ ছিলাম না। সর্বোচ্চ এক মিনিট ছিলাম। তার দাবি সেসময় তার সঙ্গে ছাত্রদল ও স্বতন্ত্র অন্য প্রার্থীরা ছিলেন।
সেখানে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, বিকালের দিকে দেখি সব রিটার্নিং কর্মকর্তারা ভোটকেন্দ্র ত্যাগ করছেন। সেটা জানাতেই আমি সেখানে গিয়েছি।
পরে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, বেশ কয়েকটি কেন্দ্রে এটা ঘটেছে, একজন ছাত্রদলপন্থি শিক্ষক অন্য শিক্ষকদের বলেছেন আপনারা তো সারাদিন কষ্ট করেছেন, এখন আপনারা চলে যান, আমরা আছি তো। অর্থাৎ, তিনি অন্যদের বাইরে পাঠিয়ে পরিবেশ তৈরি করার চেষ্টা করছিলেন। এমন ঘটনার পর আমরা সবাই এটা নিয়ে চিন্তিত ছিলাম। তাই সব শিক্ষকরা কেন্দ্রে আছেন কিনা তা নিশ্চিত করতে চাচ্ছিলাম। তখন সাদিক ভাই এক মিনিটের জন্য সেখানে গিয়ে নিজের কনসার্ন জানিয়েই চলে এসেছেন।
এদিকে সাদিক কায়েমের ভোট গণনা কক্ষে প্রবেশের বিষয়ে জানতে চাইলে ডাকসু ভোটে আচরণবিধি বিধি লঙ্ঘন সংক্রান্ত টাস্কফোর্সের প্রধান অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, আমি অন্য কেন্দ্রে দায়িত্বে আছি। আমাদের চিফ রিটার্নিং কর্মকর্তা বলতে পারবেন। তার সাথে যোগাযোগ করুন।
এ বিষয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন বলেন, আমি এ বিষয়ে পরে কথা বলব। আমরা অন্য একটা ঝামেলায় আছি।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.