কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকায় খালের স্বাভাবিক পানি চলাচল বন্ধ করে মাছচাষের ঘটনায় উত্তেজনা বিরাজ করছিলো এলাকাবাসীর মাঝে। দীর্ঘদিন ধরে চলমান এ সমস্যার সমাধান চেয়ে সম্প্রতি স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেন ইউএনও এবং সমস্যার সমাধানে জালিয়াপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালামকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরবর্তীতে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম সরেজমিনে মনখালী এলাকায় যান এবং খাল দখল নিয়ে বিরোধে জড়িত দুই পক্ষের সঙ্গে আলোচনায় বসেন। স্থানীয় জনগণের সহযোগিতায় দুই পক্ষকেই আলোচনার টেবিলে আনেন তিনি। এসময় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রোজিনা আক্তার সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
আলোচনার একপর্যায়ে উভয়পক্ষ একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছায়। চেয়ারম্যান আবুল কালাম মাছচাষকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে খালের মাছ সরিয়ে নিতে অনুরোধ জানান এবং তারপর খালটি স্থানীয় সাধারণ জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন।
এ সময় তিনি বলেন, “খাল জনগণের জন্য উন্মুক্ত করতে হবে। এটি কারো একক মালিকানায় যেতে পারে না। সকলের স্বার্থ রক্ষা করেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে।”
স্থানীয়রা চেয়ারম্যানের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের সমস্যা প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.