কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসময় ১২৪,০০০ (এক লক্ষ চব্বিশ হাজার) পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭২ লাখ টাকা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় রামু ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালালে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।
অভিযানে আটক হওয়া আসামির নাম উমর রাহিন আরফাত (২৬), পিতা মৃত সেলিম, গ্রাম পূর্ব ষোল শহর, থানা চাঁন্দগাঁও, জেলা চট্টগ্রাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবার বিষয়ে অস্বীকার করলেও পরে সহযোগীদের নাম প্রকাশ করেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজার সদর উপজেলার বাজারঘাটা এলাকার মো. রশিদ (৪০), পিতা অলি আহম্মদ—এই চোরাচালান চক্রের সাথে জড়িত।
বিজিবি জানিয়েছে, আটক আসামি ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.