কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অভিযানে ১ লাখ ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ তিনজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৪২ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় এবং সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহলদল কক্সবাজার-টেকনাফ সড়কের গোয়ালিয়া নামক স্থানে একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে তল্লাশি চালায়।
তল্লাশির সময় সিএনজিতে থাকা তিন যাত্রীকে সন্দেহজনক আচরণের কারণে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়, তবে তারা মাদকের অভিযোগ অস্বীকার করেন। পরবর্তীতে তাদের দেহে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১১৪,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, টেকনাফের দক্ষিণ হ্নীলার পশ্চিম রংগীখালী এলাকার সাকের আহম্মেদের স্ত্রী সাবেকুন নাহার (৪০), খায়রুল বাশারের স্ত্রী আমিনা আক্তার (৩০), এবাদুল্লাহর স্ত্রী সুমাইয়া আক্তার (২১)।
রামু ব্যাটালিয়নের এক কর্মকর্তা জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমে বিজিবি সবসময়ই সতর্ক ভূমিকা পালন করছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
স্থানীয় সচেতন মহল বিজিবির এই সফল অভিযানের প্রশংসা করেছেন এবং সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.