কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযানে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে মহেশখালী থানাধীন কালারমারছড়া মিজ্জির পাড়া এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্র ও গোলাবারুদ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশিতে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত অস্ত্র ও কার্তুজের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.