মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১১৫ কোটি টাকা মূল্যের ১ কোটি ৫০ লক্ষ মিটার বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (৬ আগস্ট) বুধবার দুপুর ১২টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের তাজিয়া কাটা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও মহেশখালী থানা পুলিশের যৌথ টিম অভিযান চালায়।
অভিযানকালে একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১১৫ কোটি টাকা মূল্যমানের ১ কোটি ৫০ লক্ষ মিটার বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে কারেন্ট জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসম্মুখে ধ্বংস করা হয়।
কোস্ট গার্ড জানায়, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.