মহেশখালী থানা পুলিশের টহল টিমের ওপর সশস্ত্র হামলার ঘটনার প্রধান আসামি আবু ছৈয়দকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. সাইফদ্দীন। তিনি জানান, আবু ছৈয়দকে সোমবার রাতে বান্দরবানের লামা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা মহেশখালীর একটি আস্তানা থেকে ১টি একনলা বন্দুক, ২টি এলজি ও ৩টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাতে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প সংলগ্ন কোহেলিয়া সেতু এলাকায় টহলরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় একদল ডাকাত। এসময় মহেশখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ সেলিম, কনস্টেবল মো. সোহেল ও কনস্টেবল মো. মাসুদ আহত হন।
ঘটনার পরপরই পুলিশ বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও আসামিকে অন্তর্ভুক্ত করে মামলা দায়ের করে। মামলার পর থেকে ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.