কক্সবাজারের মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে হত্যা চেষ্টা ও ডাকাতির প্রস্তুতি মামলার এজাহারনামীয় সাত আসামিকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউনিয়নের গহিন পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মহেশখালী থানার মামলা নং-২০, তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ধারা: ৩৯৯/৪০২/৩০৭/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩ দণ্ডবিধি ১৮৬০ এর এজাহারভুক্ত সাতজন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১) হাবিব (২৯), পিতা-আলী আজগর, সাং-উত্তর নলবিলা, আকবর হাজী পাড়া, ০২নং ওয়ার্ড, কালারমারছড়া ইউপি
২) জসিম উদ্দিন (৩২), পিতা-মৃত আকতার হোসেন, সাং-উত্তর নলবিলা, মাঝের পাড়া, ০২নং ওয়ার্ড, কালারমারছড়া ইউপি
৩) ইকবাল ফারুক (৩৯), পিতা-উকিল আহমদ, সাং-আফজলিয়া পাড়া, উত্তর নলবিলা, ০২নং ওয়ার্ড, কালারমারছড়া ইউপি
৪) মো. শাহিন (২৩), পিতা-বাবুল করিম, সাং-সিকদার পাড়া, ০১নং ওয়ার্ড, মাতারবাড়ী ইউপি
৫) মো. আকাশ (২৩), পিতা-নুরুল আবছার, সাং-সিকদার পাড়া, ০১নং ওয়ার্ড, মাতারবাড়ী ইউপি
৬) মো. আজিজ (২৩), পিতা-মোহাম্মদ সৈয়দ, সাং-মগডেইল, ০৮নং ওয়ার্ড, মাতারবাড়ী ইউপি
৭) কালা মিয়া (২৩), পিতা-আব্দুস সালাম, সাং-মগডেইল, ০৮নং ওয়ার্ড, মাতারবাড়ী ইউপি।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.