এমন ভয়াবহ দৃশ্য আমার চোখে কখনো পড়েনি। যারা প্রাণ হারিয়েছে, তারা কারও বাবা, মা, ভাই কিংবা বোন। এই শোক কারও একার নয়, এটা আমাদের সবার। আমার নিজেরও কষ্টে দম বন্ধ হয়ে আসছে। এই মন্তব্য করেন চিত্রনায়িকা সিমলা।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে এক অনুষ্ঠানে সাংবাদিকর সামনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
সিমলা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘সরকারের উচিত এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। যেন আর কোনো মায়ের বুক খালি না হয়।’
গত সোমবার (২১ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। মুহূর্তেই আগুন ধরে যায় স্কুল ভবনসহ বিমানটিতে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.