কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া নামক স্থান থেকে ১২ জন মাঝিমাল্লা সহ ১টি মাছ ধরার ইঞ্জিন চালিত ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। ট্রলারটি সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডেইল পাড়া এলাকার স্থানীয় জেলে সুলতান মাঝির বলে জানা যায়।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন ২বিজিবির আওতাধীন শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম-৩ হতে আনুমানিক ৬ কিলোমিটার দক্ষিণ পূর্বে মিয়ানমারের অভ্যন্তরে জলসীমানা থেকে তাদের আটক করে।
আটককৃত জেলেরা শাহপরীরদ্বীপ বিভিন্ন এলাকার বাসিন্দা। মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন(৪০), মো: রাসেল (২৩), মো: সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আমিন (৪৫), একজন বালুকখালী এলাকার বলে জানা যায়।
শাহপরীরদ্বীপ জেটিঘাট বোট মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে ফেরার পথে শাহপরীরদ্বীপের দক্ষিণে নাইক্ষ্যংদিয়া নামক মিয়ানমার জলসীমানা দিয়ে আসার পথে আরাকান আর্মি দুটি স্পিডবোট করে এসে একটি মাছ ধরার ট্রলার ১২ জন মাঝিমাল্লাহ আটক করার বিষয়টি জানিয়েছেন মাছ শিকার করে ঘাটে ফিরে আসা জেলেরা। ট্রলারটি শাহপরীরদ্বীপ ডেইল পাড়া এলাকার বাসিন্দার সুলতান মাঝির মালিকানাধীন ট্রলার।
এদিকে, ৫ আগস্ট নাফনদীর নাজির পাড়া অংশ থেকে দুই জন জেলেকে মাছ শিকারের সময় ধরে নিয়ে যায় আরাকান আর্মি। সর্বশেষ ১২ আগস্ট নিয়ে যায় ৫ জেলেকে।
গেল ১মাসে ১৯জন জেলেকে আরাকান আর্মি সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিয়ে যায়। যা নিয়ে প্রতিনিয়ত উপকূলের জেলেপল্লীতে তৈরী হয়েছে অপহরণ আতঙ্ক।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.