১২ বছর পর আবারও ভারতের মাটিতে বসছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে আসর। উদ্বোধনী মঞ্চে সুরের জাদু ছড়াবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। তিনি পরিবেশন করবেন টুর্নামেন্টের অফিসিয়াল থিম সং “ব্রিং ইট হোম”।
বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ এবার আরও সহজলভ্য করেছে আইসিসি। ইতিহাসে প্রথমবার, সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছে মাত্র ১০০ রুপি। ৪ সেপ্টেম্বর থেকে অনলাইনে শুরু হওয়া প্রি-সেল উইন্ডোতে ৮ সেপ্টেম্বর পর্যন্ত এই বিশেষ মূল্যে টিকিট কেনা যাবে। এরপর ৯ সেপ্টেম্বর থেকে সাধারণ বিক্রি শুরু হবে।
আইসিসির লক্ষ্য, মাঠের একটিও আসন যেন খালি না থাকে। গত কয়েক বছরে মেয়েদের ম্যাচে দর্শকের আগ্রহ বেড়েছে। তাই স্টেডিয়াম গ্যালারি এবার পুরোপুরি ভরাতে চাইছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
ভারতের চারটি ভেন্যুতে হবে ম্যাচগুলো-গুয়াহাটি, ইন্দোর, বিশাখাপত্তনম ও নবি মুম্বাই। পাকিস্তান অবশ্য তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। এবার পুরস্কারমূল্য দ্বিগুণ করা হয়েছে, যা নারীদের ক্রিকেটে এক বড় অগ্রগতি।
ভারতীয় দল ইতিমধ্যেই বিশাখাপত্তনমে শিবির শুরু করেছে। হরমনপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানারা বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি সিরিজ খেলবেন প্রস্তুতির অংশ হিসেবে। প্রথমবার ট্রফি ঘরে আনার লক্ষ্যেই নিজেদের গড়ে তুলছে দল।
২০২২ সালের নিউজিল্যান্ড বিশ্বকাপে শিশুদের টিকিটের দাম ছিল প্রায় ৩৫০ রুপি, আর বড়দের জন্য ৮৫০ রুপি। তার তুলনায় এবারের দাম প্রায় আট গুণ কম। টিকিটের মূল্য কমিয়ে আইসিসি স্পষ্ট বার্তা দিয়েছে-নারী ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতে চায় তারা।
এই আসরে অংশ নিচ্ছে- ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.